
ঝালকাঠিতে ২য় বারের মতো “সাগর নন্দিনী-২” জাহাজে আগুনের বিস্ফোরন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির পদ্মা-মেঘনা পেট্টোলিয়াম ডিপো সংলগ্ন সুগন্ধা নদীতে ওটি সাগার নন্দিনী-২ এর অঙ্গিকান্ডের উদ্ধার অভিজান শেষে সোমবার সন্ধ্যা ৭টায় পুণরায় ওটি নন্দিনী-২ এবং তেল অপশারন করতে আসা ওটি নন্দিনী-৪ একই সাথে আগুনে পুড়ে পানিতে নিমজ্জিত হয়েছে। এসময় উদ্ধারকারী বিআইডব্লিউটি এর জাহাজ তাদের উদ্ধার কাজ শেষ করে নদীতে অপেক্ষা করছিল। বিকট শব্দে আগুন বিস্ফোরিত হলে…