
ভোলায় জমে উঠেছে পশুরহাট, দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা-বিক্রেতাদের
মনজুর রহমান,ভোলা: ভোলা জেলার গ্রামগঞ্জের পশুরহাট গুলোতে জমে উঠতে শুরু করেছে । এ বছর জেলায় ৭৩টি টি পয়েন্টে হাট বসছে। পাশাপাশি অনলাইন প্লাট ফর্মেও বসানো হয়েছে ৮ টি পশুর হাট। সেখানে ২৫ হাজার গরু বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারন করছে জেলা প্রানী সম্পদ অধিদপ্তর। এদিকে হাটগুলোতে দেশীয়জাতের গরুর উপস্তিতি অনেকটা বেশী। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মিশ্র…