ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের এডভোকেট কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে দেশজুড়ে । সংসদীয় আসন ১১৭, লালমোহন-তজুমদ্দিন (ভোলা-৩) আসনেও বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ ।

এ আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তও্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি এখনো অনড়। তবে থেমে নেই সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা কর্মী সমর্থকদের নিয়ে গনসংযোগসহ সোশ্যাল মিডিয়ায় প্রচারণা অব্যাহত রেখেছেন।

বিএনপির প্রার্থীদের মধ্য সুবিধাজনক অবস্থায় থেকে প্রচারণা অব্যাহত রেখেছেন সুপ্রিম কোর্টের তারুণদীপ্ত ডাকসাইটে আইনজীবী কামাল হোসেন।

জানা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রাথমিক মনোনয়নে মনোনীত প্রার্থী ছিলেন। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সূর্যসেন হল শাখার সহ-সভাপতি ছিলেন। বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলাসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মীর মামলায় তিনি আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির হাইকমান্ডের সুদৃষ্টিতে রয়েছেন।

ভোলা জেলা সহ দেশের অনেক জেলায় তিনি বিএনপি নেতা-কর্মীদের মামলা বিনা ফিতে জামিনের জন্য আদালতে লড়েছেন। সর্বশেষ মুন্সিগঞ্জের পুলিশ-বিএনপি সংঘর্ষ মামলায় বিএনপির ৩০০ নেতা-কর্মীর জামিনের জন্য আদালতে শুনানি করে জামিন মঞ্জুর করিয়েছেন দক্ষ আইনজীবী কামাল হোসেন।

লালমোহন ফাউন্ডেশন ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব, ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির তুমুল জনপ্রিয় সাবেক সভাপতি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রহম আলী হাজী বাড়ির কৃতিসন্তান এডভোকেট কামাল হোসেন জানান- আমি গত সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলাম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করে আমি মনোনয়ন চাইব। আমাকে মনোনয়ন দেয়া হলে ইনশাআল্লাহ বিএনপির এক সময়ের দুর্গখ্যাত এ আসনটি পুনরুদ্ধার করব। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে লালমোহন-তজুমদ্দিনকে একটি শান্তির নীড়ে পরিনত করব ৷ সর্বস্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন ত্বরান্বিত করে গালাগালিমুক্ত রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পারস্পরিক গলাগলির ভোলা তিন গড়ে তুলবো।

ভোলা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »