ইবিটাইমস ডেস্ক: ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন স্থানীয় জরুরি পরিষেবাগুলোর মুখপাত্র।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রাসনোদার অঞ্চলের নোভোরোসিয়স্কের কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলস্কি শোধনাগারে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পর ক্রাসনোদরের গভর্নর ভেনিয়ামিন কনড্রাটেয়েভ জানান, জরুরি পরিষেবাগুলোর জন্য এটি দ্বিতীয় অস্বস্তিকর রাত। ইলস্কি শোধনাগারের ট্যাঙ্কে আগুন লেগেছে।
প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি আরও বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলেননি।
অবকাঠামো এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে সম্প্রতি ঘন ঘন ড্রোন হামলার ঘটনা ঘটছে বলে দাবি করেছে মস্কো। এ ঘটনার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করেছে তারা। তবে দায় স্বীকার করেনি ইউক্রেন।
ডেস্ক/ইবিটাইমস/আরএস