ইবিটাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে তীব্র হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইলসা’। শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে অথবা শুক্রবার সকালে ওই অঞ্চলে আঘাত হানতে পারে। খবর সিএনএন।
আবহাওয়া বিশেষজ্ঞ জানিয়েছেন, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইলসা। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বি ও এম জানায়, আকরিক লোহা রপ্তানির প্রধান বন্দর পোর্ট হেডল্যান্ড ও রাজ্যের বৃহত্তম আদিবাসী আবাসস্থল বিদ্যাডাঙ্গার কাছে ভূমিতে আঘাত হানবে এই ঝড়। ঘূর্ণিঝড় ‘ইলসা’ সর্বশেষ উপকূল বরাবর দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৭৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
এদিকে ঝড়টির ব্যাপারে অস্ট্রেলিয়াজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ওই অঞ্চলের হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ দ্য ব্যুরো অব মেটিওরোলজি বলছে, ঝড়টি ‘খুবই ধ্বংসাত্মক’। এটা ঘণ্টায় ৩১৫ কিলোমিটার/১৯৫ মাইল বেগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বার্লি ও পিলবারা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এটাকে গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে।
ডেস্ক/ইবিটাইমস/আরএস