ইবিটাইমস ডেস্ক: অভিবাসী কমাতে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের অংশ হিসাবে অস্ট্রিয়ায় অভিবাসীদের জন্য সরকারি প্রণোদনা সংকুচিত করতে প্রস্তাব করেছেন চ্যান্সেলর কার্ল নেহামার।
অস্ট্রিয়ার মধ্য-ডানপন্থি সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অভিবাসীন নীতি নিয়ে নর্ডিক দেশগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে সক্রিয় হয়েছেন। সেটিরই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোম এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন সফর করেন।
চ্যান্সেলর নেহামার চান, অভিবাসীদের অস্ট্রিয়ায় আসার পর প্রথম কয়েক বছর দেয়া সরকারি প্রণোদনা কমিয়ে দিতে। তিনি মনে করেন, এর মাধ্যমে অস্ট্রিয়া অভিবাসীদের কাছে বসবাসের জন্য কম আকর্ষণীয় দেশে পরিণত হবে।
ইউরোপে অভিবাসন সংক্রান্ত অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস জানায়, ডেনমার্কে এ ধরনের নীতি এরই মধ্যে কার্যকর করা হয়েছে। সুইডেনেও কট্টর ডানপন্থিদের সমর্থন নিয়ে মধ্য-ডানপন্থি সরকার ক্ষমতায় এসেছে। ফলে ইউরোপজুড়ে এই নীতি বাস্তবায়নে এই দুই দেশের সমর্থন চাচ্ছে অস্ট্রিয়া।
এরইমধ্যে নিজের দেশে অভিবাসীদের সামাজিক সমর্থন কমানোর এই পরিকল্পনার বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন আইন বিশেষজ্ঞরা। তবে ডেনমার্ক এবং সুইডেনের সমর্থন নিয়ে অভিবাসন নীতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ অব্যাহত রাখতে চায় অস্ট্রিয়া। জুনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অভিবাসন ইস্যু নিয়ে ব্রাসেলসে বৈঠক করবেন।
ডেস্ক/ইবিটাইমস/আরএস