অস্ট্রিয়ান জাতীয় সংসদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভিডিও বক্তব্য

কবির আহমেদ, ভিয়েনা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সাহায্য করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) অস্ট্রিয়ার জাতীয় পার্লামেন্ট বা কাউন্সিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভ থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ মিনিট বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি তার দেশকে সাহায্য করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

জাতীয় সংসদের পূর্ণাঙ্গ হলে ভিডিওর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই বক্তৃতায়, জেলেনস্কি জোর দিয়েছিলেন যে “মন্দের প্রতি নৈতিকভাবে নিরপেক্ষ না হওয়া” গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে,অস্ট্রিয়া ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা করায় রাশিয়া অস্ট্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

জেলেনস্কি তার বক্তব্যে বলেন, আজ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ৪০০ তম দিন। এটি একটি “মানুষের বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধ”। এই যুদ্ধে প্রতিদিন আমাদের দেশের মানুষ প্রাণ হারাচ্ছে। তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনের প্রায় ১৭৪,০০০ বর্গ কিলোমিটার ভূখন্ড দখল করেছে, যা প্রায় অস্ট্রিয়ার দ্বিগুণের সমান এলাকা। তিনি অস্ট্রিয়ার সংসদ সদস্যদের ইউক্রেন ভ্রমণ করে তা স্বচক্ষে দেখার জন্য আমন্ত্রণ জানান।

এর আগে অস্ট্রিয়ান জাতীয় সংসদ বা কাউন্সিলের প্রেসিডেন্ট ভলফগ্যাং সোবোটকা (ÖVP) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অস্ট্রিয়ার পার্লামেন্টে স্বাগত জানান। তবে তার স্বাগত জানানোর পর,অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধী রক্ষণশীল ফ্রিডম পার্টি অস্ট্রিয়ার (FPÖ) সাংসদরাই একমাত্র ছিলেন যারা হাততালি দেননি। পরিবর্তে, জেলেনস্কির বক্তৃতার শুরুতে তারা প্রতিবাদ স্বরূপ বিভিন্ন প্লাকার্ড টেবিলে রাখেন ও ওয়াকআউট করে বেড়িয়ে যান।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »