ভিয়েনা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা হলেন হামজা ইউসুফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ। স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-এর ফার্স্ট মিনিস্টার বা দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৭ মার্চ) নমিনাল ভোটে জয়ী হয়ে এসএনপির দলীয় নেতা নির্বাচিত হন হামজা ইউসুফ। তার বিজয়কে দলের প্রগতিশীল নীতি হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচিত হওয়ার পর হামজা ইউসুফ বলছেন, দলটিকে আগে চলমান বিতর্কের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে; এরপর এগোতে হবে স্বাধীনতার বিষয়টি নিয়ে। ভোটে জিতে এডিনবার্গে ইউসুফ বলেছেন, “আমরা সেই প্রজন্ম হব, যারা স্কটল্যান্ডের জন্য স্বাধীনতা নিয়ে আসবে।”

হামজা ইউসুফের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে। পড়াশোনা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। এরপর ২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হওয়ার আগে তিনি একজন এমএসপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্কটল্যান্ডের প্রথম মুসলিম নেতা হলেন হামজা ইউসুফ

আপডেটের সময় ০৫:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ইবিটাইমস ডেস্ক: স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম মুসলিম নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ। স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-এর ফার্স্ট মিনিস্টার বা দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৭ মার্চ) নমিনাল ভোটে জয়ী হয়ে এসএনপির দলীয় নেতা নির্বাচিত হন হামজা ইউসুফ। তার বিজয়কে দলের প্রগতিশীল নীতি হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচিত হওয়ার পর হামজা ইউসুফ বলছেন, দলটিকে আগে চলমান বিতর্কের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে; এরপর এগোতে হবে স্বাধীনতার বিষয়টি নিয়ে। ভোটে জিতে এডিনবার্গে ইউসুফ বলেছেন, “আমরা সেই প্রজন্ম হব, যারা স্কটল্যান্ডের জন্য স্বাধীনতা নিয়ে আসবে।”

হামজা ইউসুফের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে। পড়াশোনা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। এরপর ২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হওয়ার আগে তিনি একজন এমএসপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস