
ঝালকাঠি ও নলছিটি উপজেলায় খাস জমি উদ্ধারে গতি অন্য দুটি উপজেলার চেয়ে তুলনামূলক কম
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় ২৭৬০.১১ একর কৃষি খাস জমি এবং ২২৫.৯৯২ একর অবৈধ দখলে থাকা খাস জমি রয়েছে। এর মধ্যে ১৮১.৮৭২ একর উদ্ধারযোগ্য খাস জমি রয়েছে। সরকার ৪৪.১২একর খাস জমি উদ্ধার করেছে। কৃষি খাস জমির মধ্যে ২৭৬০.১১ একর কৃষি খাস জমির মধ্যে ১৯৫৪.২৪৬ একর কৃষি জমি বন্দোবস্ত দেয়া হয়েছে এবং ১৮১.৫০২ একর জমি অবৈধ দখলে…