ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে দেশে ডলার সংকট চলছে। এর ফলে দেশের অর্থনীতিতে এক ধরনের চাপা উদ্বেগ রয়েছে। তবে প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে পরিস্থিতির উন্নতি তথা দেশের সমৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১০৮ টাকা হিসেবে) পরিমাণ ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার। অন্যদিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, মাসের প্রথমার্ধে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। প্রবাসীরা ব্যাংকটির মাধ্যমে পাঠিয়েছেন ২২ কোটি ডলার।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ব্যাংকের তুলনায় হঠাৎ বেসরকারি ব্যাংকে বেশি রেমিট্যান্স আসছে। মূলত বেসরকারি ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনছে, প্রবাসীরাও বেশি টাকা পাচ্ছেন বলেই তারা বেসরকারি ব্যাংকে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ