ভিয়েনা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

জাতীয় পার্টি কোনো জোটে নেই : জি এম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টি আওয়ামী লিগের সাথে জোটে নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এসময় হুঁশিয়ারি দেন দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তাকে ছাড় না দেয়ার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মহানগর নাট্য মঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে তিনি  এমন ঘোষণা দিয়েছেন।

জি এম কাদের বলেন, দেশে দরকার জবাবদিহি সরকার। যা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। আগামী নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে দলটি। জিএম কাদেরের দাবি, ইভিএমের মাধ্যমে হবে পাতানো নির্বাচন।

এর আগে জাতীয় পার্টি মহাজোটে থাকছে কিনা কিংবা জোটের গতিপ্রকৃতি কী হবে তা সময়ই বলে দিবে বলে জানিয়েছিলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দুই দিন যেতে যা যেতেই আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির এ নেতা।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলতে চাই। আমরা সব সময় সত্য কথা বলতে চাই। ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু, আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে আগামীতে আমরা তাদের সঙ্গে নাও থাকতে পারি।’

কাদের বলেন, ‘আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দিইনি, নির্বাচন বর্জনের ঘোষণা অত্যন্ত কঠিন। আমরা বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’ তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ রাজনীতি ও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে হয়। শান্তিপূর্ণ আন্দোলনেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, সে যত বড় নেতাই হোক, যত প্রভাবশালী হোক অথবা যত অর্থবিত্তের মালিকই হোক, কাউকে ছেড়ে দেব না। সব ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে আমরা দেশ ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করব।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় পার্টি কোনো জোটে নেই : জি এম কাদের

আপডেটের সময় ০৫:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টি আওয়ামী লিগের সাথে জোটে নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এসময় হুঁশিয়ারি দেন দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তাকে ছাড় না দেয়ার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মহানগর নাট্য মঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে তিনি  এমন ঘোষণা দিয়েছেন।

জি এম কাদের বলেন, দেশে দরকার জবাবদিহি সরকার। যা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। আগামী নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে দলটি। জিএম কাদেরের দাবি, ইভিএমের মাধ্যমে হবে পাতানো নির্বাচন।

এর আগে জাতীয় পার্টি মহাজোটে থাকছে কিনা কিংবা জোটের গতিপ্রকৃতি কী হবে তা সময়ই বলে দিবে বলে জানিয়েছিলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দুই দিন যেতে যা যেতেই আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির এ নেতা।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলতে চাই। আমরা সব সময় সত্য কথা বলতে চাই। ভালো কাজ করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারি। কিন্তু, আওয়ামী লীগ যদি গণমানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে আগামীতে আমরা তাদের সঙ্গে নাও থাকতে পারি।’

কাদের বলেন, ‘আমরা নির্বাচন বর্জনের ঘোষণা দিইনি, নির্বাচন বর্জনের ঘোষণা অত্যন্ত কঠিন। আমরা বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’ তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ রাজনীতি ও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে হয়। শান্তিপূর্ণ আন্দোলনেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ দলীয় শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, সে যত বড় নেতাই হোক, যত প্রভাবশালী হোক অথবা যত অর্থবিত্তের মালিকই হোক, কাউকে ছেড়ে দেব না। সব ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে আমরা দেশ ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করব।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ