ভিয়েনা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্ধরা কিংসকে আটকে দিল মোহামেডান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ৩৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ঘরোয়া ফুটবলে জয়ের ছন্দে থাকা বসুন্ধরা কিংসকে রুখে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ।

শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছেন মিগেল ফিগুয়েরা। আর মোহামেডানের হয়ে জালের দেখা পেয়েছেন শেখ মোরসালিন।

ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি আসে। প্রথমার্ধের ১১তম মিনিটে দুর্দান্ত গোলে মোহামেডানকে লিড এনে দেন শেখ মোরসালিন। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন মোরসালিন।

এই অর্ধেই সমতায় ফেরে কিংসরা। ম্যাচের ৩৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেলের গোলে সমতায় ফেরে অস্কার ব্রুসনের দল। এরপর দ্বিতীয়ার্ধে আর জালের দেখা না পেলে গোল ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

গেল ছয় ম্যাচে টানা জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এবার মোহামেডানের বিপক্ষে পেল ড্রয়ের তিক্ত স্বাদ। চলতি লিগে ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে বসুন্ধরা।

এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। আর ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মোহামেডান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বসুন্ধরা কিংসকে আটকে দিল মোহামেডান

আপডেটের সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ঘরোয়া ফুটবলে জয়ের ছন্দে থাকা বসুন্ধরা কিংসকে রুখে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ।

শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছেন মিগেল ফিগুয়েরা। আর মোহামেডানের হয়ে জালের দেখা পেয়েছেন শেখ মোরসালিন।

ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি আসে। প্রথমার্ধের ১১তম মিনিটে দুর্দান্ত গোলে মোহামেডানকে লিড এনে দেন শেখ মোরসালিন। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন মোরসালিন।

এই অর্ধেই সমতায় ফেরে কিংসরা। ম্যাচের ৩৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেলের গোলে সমতায় ফেরে অস্কার ব্রুসনের দল। এরপর দ্বিতীয়ার্ধে আর জালের দেখা না পেলে গোল ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

গেল ছয় ম্যাচে টানা জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এবার মোহামেডানের বিপক্ষে পেল ড্রয়ের তিক্ত স্বাদ। চলতি লিগে ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে বসুন্ধরা।

এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। আর ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মোহামেডান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ