স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সফরে ক্যারিবীয় দীপপুঞ্জে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ খেলতে যে সকল সদস্যরা উইন্ডিজ সফরে থাকবেন তারা পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন না। ঈদের দিনই যে ২২ গজের লড়াইয়ে মাঠে নামতে হবে টাইগারদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১০ জুলাই। আর সেদিন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আজহা।
তামিমদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুলাই প্রথম ওয়ানডে। যার ফলে ১০ জুলাই ঈদের দিন সন্ধ্যায় মাঠে নামতে হবে তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন, মোস্তাফিজদের। এদিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
এর আগে আগামী শনিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই প্রথম ওয়ানডে, ১৩ জুলাই দ্বিতীয় আর ১৬ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডের পর দেশের পথ ধরবে বাংলাদেশ দল।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ