ভিয়েনা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল নির্বাচন আয়োজনে গুরুদায়িত্ব পালনে ব্যর্থতার অবকাশ নেই : সিইসি অস্ট্রিয়ায় মুসলিমদের সাথে সহাবস্থান কঠিন, ÖVP দলের ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শরীক দলের রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন নিন্দা ও প্রতিবাদ সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ্ আলম, সম্পাদক হোসাইন আহমেদ ‎ ঝালকাঠির দুটি আসনে ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ লাবীব গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

চরফ্যাসনে শেষ হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগননা,বাদ পড়েনি ভাসমান ও ছিন্নমূল মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ২৭ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় চরফ্যাসনেও শেষ হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগননা।

গত মঙ্গলবার (২১জুন) রাত ১২টায় শেষ হয় এ জনশুমারি ও গৃহগননা কার্যক্রম। চরফ্যাসন উপজেলার পৌরসভাসহ ২১টি ইউনিয়নে উপজেলা শুমারি সমন্বয়কারি অফিসারসহ ৯জন জোনাল অফিসার ও ২২০জন সুপারভাইজার এবং ৯৯৪জন গননাকারী ডিজিটাল এ শুমারি কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রত্যেক গননাকারীকে ৪দিন প্রশিক্ষণের মাধ্যমে দেয়া হয় একটি করে ট্যাব (কম্পিউটার) ,ব্যাগ,ছাতা ও ইউনিফর্ম। এ গননায় প্রত্যেকটি পরিবার থেকে নেয়া হয়েছে মোট ৩৫টি তথ্য। বাদ যায়নি ভাসমান ও ছিন্নমূল মানুষও।

গত ১৬জুন বুধবার সকালে পৌরসভা ৪নং ওয়ার্ডে খানা (একই রান্নায় খাবার খাওয়া সকল ব্যাক্তি) গননার মধ্য দিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শুমারি কর্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল।

জনশুমারি ও গৃহগননা ২০২২ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, বাংলাদেশ সরকারের রুপকল্প ২০৪১,পঞ্চবার্ষিক পরিকল্পনা,টেকসই উন্নয়নসহ দেশের অন্যন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়নে দেশের প্রথম ডিজিটাল এ শুমারির মাধ্যমে দেশের গৃহ ও তথ্য গননার মধ্য দিয়েই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শুমারি সমন্বয়কারী পলাশ চন্দ্র দাস,জোনাল অফিসার মো.মুসলিম হোসাইন ও সুপারভাইজার মো.রাসেল প্রমুখ। সারাদেশে গত ১৬ জুন বুধবার থেকে শুরু হয়ে ২১জুন মঙ্গলবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ জনশুমারি কার্যক্রম শেষ হয়।

জামাল মোল্লা/ ইবিটাইমস

জনপ্রিয়

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে: মির্জা ফখরুল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে শেষ হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগননা,বাদ পড়েনি ভাসমান ও ছিন্নমূল মানুষ

আপডেটের সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় চরফ্যাসনেও শেষ হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগননা।

গত মঙ্গলবার (২১জুন) রাত ১২টায় শেষ হয় এ জনশুমারি ও গৃহগননা কার্যক্রম। চরফ্যাসন উপজেলার পৌরসভাসহ ২১টি ইউনিয়নে উপজেলা শুমারি সমন্বয়কারি অফিসারসহ ৯জন জোনাল অফিসার ও ২২০জন সুপারভাইজার এবং ৯৯৪জন গননাকারী ডিজিটাল এ শুমারি কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রত্যেক গননাকারীকে ৪দিন প্রশিক্ষণের মাধ্যমে দেয়া হয় একটি করে ট্যাব (কম্পিউটার) ,ব্যাগ,ছাতা ও ইউনিফর্ম। এ গননায় প্রত্যেকটি পরিবার থেকে নেয়া হয়েছে মোট ৩৫টি তথ্য। বাদ যায়নি ভাসমান ও ছিন্নমূল মানুষও।

গত ১৬জুন বুধবার সকালে পৌরসভা ৪নং ওয়ার্ডে খানা (একই রান্নায় খাবার খাওয়া সকল ব্যাক্তি) গননার মধ্য দিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শুমারি কর্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল।

জনশুমারি ও গৃহগননা ২০২২ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, বাংলাদেশ সরকারের রুপকল্প ২০৪১,পঞ্চবার্ষিক পরিকল্পনা,টেকসই উন্নয়নসহ দেশের অন্যন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়নে দেশের প্রথম ডিজিটাল এ শুমারির মাধ্যমে দেশের গৃহ ও তথ্য গননার মধ্য দিয়েই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শুমারি সমন্বয়কারী পলাশ চন্দ্র দাস,জোনাল অফিসার মো.মুসলিম হোসাইন ও সুপারভাইজার মো.রাসেল প্রমুখ। সারাদেশে গত ১৬ জুন বুধবার থেকে শুরু হয়ে ২১জুন মঙ্গলবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ জনশুমারি কার্যক্রম শেষ হয়।

জামাল মোল্লা/ ইবিটাইমস