ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কতৃপক্ষের ঝালকাঠির খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুল হাসান সভার সঞ্চালনা করেন। সভায় কমিটিভুক্ত ব্যাবসায়ী, হোটেল রেস্টুরেন্ট ও খাদ্য উৎপাদনকারী ফ্যাক্টরির মালিক এবং গণমাধ্যম কমর্ী উপস্থিত ছিলেন। এই সভায় আসান্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে অস্বাস্থ্যকর, রোগা ও দুর্বল কোরবানির পশুর আগমন রোধ করা এবং কোরবানির পশুর অবশিষ্টাংশ পানিতে ফেলে পানি দুষনের রোধে করনীয় বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া জেলার সেমাই ফ্যাক্টরিগুলিতে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে সেমাই উৎপাদনকারী ফ্যাক্টরিগুলিকে যথাযথ নিয়ম না মেনে উৎপাদন করলে ফ্যাক্টরি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে উপস্থিত চেম্বার অফ কমার্স প্রতিনিধিকে অবহিত করে এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আলাপ-আলোচনা করার জন্য তিন দিন সময় দেয়া হয়েছে।
বাধন রায় /ইবিটাইমস