ভিয়েনা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ১৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুরঃ পিরোজপুরের ভান্ডারিয়ার এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।

সোমবার (২০ জুন )  উপজেলার আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনেরসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক,
শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

ওই দিন দুপুরে বৃষ্টিতে ভিজে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তারা ধর্ষক শামীম মৃধার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবি জানান। এছাড়াও তারা ভিকটিম
পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানান।

উল্লেখ্য,  গত ১১ জুন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দেখিয়ে এক নবম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষন করে শামীম মৃধা। পরে ১২ জুন ঐ
ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন।

গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে র্যা ব। অভিযুক্ত শামীম মৃধা (৩০) পেশায় একজন শ্রমিক। সে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আব্দুল বারেক মৃধার পুত্র এবং একাধিক মামলার আসামী।

ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জনান, তার বিরুদ্ধে ঢাকা, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে
ধর্ষনের অভিযোগসহ ১০টির বেশী মামলা রয়েছে। তাকে আটকের পর জেলা জজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেটের সময় ১০:১৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুরঃ পিরোজপুরের ভান্ডারিয়ার এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।

সোমবার (২০ জুন )  উপজেলার আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনেরসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক,
শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

ওই দিন দুপুরে বৃষ্টিতে ভিজে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তারা ধর্ষক শামীম মৃধার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবি জানান। এছাড়াও তারা ভিকটিম
পরিবারের নিরাপত্তা দেওয়া, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানান।

উল্লেখ্য,  গত ১১ জুন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দেখিয়ে এক নবম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষন করে শামীম মৃধা। পরে ১২ জুন ঐ
ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা করেন।

গত বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে র্যা ব। অভিযুক্ত শামীম মৃধা (৩০) পেশায় একজন শ্রমিক। সে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আব্দুল বারেক মৃধার পুত্র এবং একাধিক মামলার আসামী।

ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জনান, তার বিরুদ্ধে ঢাকা, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে
ধর্ষনের অভিযোগসহ ১০টির বেশী মামলা রয়েছে। তাকে আটকের পর জেলা জজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস