এমপি শাওনের নেতৃত্বে ৫ লঞ্চে ১০ হাজার যাত্রী যাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে

লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহন ও তজুমদ্দিন থেকে ৫ লঞ্চে ১০ হাজার যাত্রী যাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে শুক্রবার রাতেই তারা রওয়ানা হবেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। “আমার নেত্রি আমার অহংকার” সম্বলিত লাল-সবুজের ক্যাপ ও প্লেকার্ড হাতে নিয়ে ব্যাপক আনন্দ উৎসবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা থেকে এসব মানুষ যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে।
এমপি শাওন জানান, লালমোহন থেকে ৪টি ও তজুমদ্দিন থেকে ১টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লালমোহন থেকে এমভি গ্লোরি অব শ্রীনগর ৭ ও ৮, এমভি অথৈ-১ ও এমভি শাহরুক-১ যাবে এবং তজুমদ্দিন থেকে যাবে এমভি তাসরিফ-৩। শুক্রবার রাত ৮টার দিকে লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে সময় কিছুটা আগে পরেও হতে পারে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার যাত্রী রওয়ানা করবেন। লঞ্চগুলো কাঠালিয়া ইলিয়াস চৌধুরী লঞ্চঘাটে গিয়ে অবস্থান নিবেন। ১০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা লঞ্চেই করা হয়েছে।
এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন পদ্মা সেতু নির্মাণ করে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে এই সেতু নির্মাণের ফলে। এতেই প্রমাণ হয় শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার।
ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »