শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে- এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোসহ শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ ও আধুনিক উপকরণ দেয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা ভালো ভাবে শিক্ষা অর্জন করতে পারে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে লালমোজন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরও বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই, একজন সুশিক্ষিত ব্যক্তি সমাজ ও দেশের জন্য সম্পদ। আর অশিক্ষিত ব্যক্তি সমাজের জন্য বোঝা। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, আর দেশ ও জাতির উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপ সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, গজারিয়া দাখিল মাদ্রাসা, দেবীরচর দাখিল মাদ্রাসা ও হোসনে আরা পৌর মাধ্যমিক বিদয়ালয়ে ১৫৮ সেট বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় এ বেঞ্চ বিতরণ করা হয়।

ভোলা/ইবিটাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »