ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকঠির সুগন্ধা নদীকে বর্জ্যমুক্ত করার জন্য ছোট হলেও উদ্যোগ গ্রহন করেছে ঝালকাঠির অসীমাঞ্জলী ফাউন্ডেশন। এই সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ৯টায় ঝালকাঠির লঞ্চঘাটের টার্মিনালে দুটি বড় আকারের ডাস্টবিন স্থাপন করেছে এই সংগঠন।
ঝালকাঠি থেকে ঢাকাগমী প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করে। এই লঞ্চের ঢাকা থেকে ঝালকাঠি আসার পথে লঞ্চের যাত্রীদের বিভিন্ন খাবার-দাবারের অবশিষ্টাংশ নদীতে না ফেলে লঞ্চে সংরক্ষন করা হবে এবং লঞ্চ ঝালকাঠিতে নোঙ্গর করার পরে লঞ্চের বর্জ্য এই ডাস্টবিনে ফেলে রাখতে হবে।
সংগঠনের পক্ষ থেকে কর্মিরা এই বর্জ্য ডাস্টবিন থেকে পরিবহন করে নিরাপদ স্থানে অপসারন করবে। এই কর্মসূচি পালন শেষে লঞ্চঘাট থেকেই অসীমাঞ্জলির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে র্যালি বের হয়। র্যলিতে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলি অসিত সাহা, সাধারণ সম্পাদক গৌতম সরকার বাবু ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
বাধন রায় /ইবিটাইমস