হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে দুইটি করাতকলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১১;৩০ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল, সার্বিক সহযোগিতা করেন কালেঙ্গা বিট অফিসার ও চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজার ও শানখলা বাজার সংলগ্ন লাইসেন্সবিহীন পরিচালিত ২টি করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে (১) মোঃ তাহের মিয়া (৪০) উপজেলার, সাদেকপুর, গ্রামের, মৃত আঃ বারিক মিয়ার ছেলে। (২) মোঃ মতিন মিয়া (৪৫) বাহুবল উপজেলার, নারিকেলতলা গ্রামের, মৃত রইছ উল্লার ছেলে। প্রত্যেককে ২ মাস কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল জানান এমন অভিযান অব্যাহত থাকবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস