ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের রোনাল্স রোডে প্রবাসী কল্যাণ ব্যাংক ঝালকাঠি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংক শাখার উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিদুল হক। স্বগত বক্তব্য রাখেন মহা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শরদার মোঃ শাহ্আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: খাঁন সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে ব্যাংকের সুবিধাভোগি ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন করোনার কারনে প্রায় দুবছর বিদেশে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্থ হলেও বর্তমানে পূর্বের চেয়ে তিনগুন মানুষ বিদেশে চাকরির জন্য যাচ্ছে এবং এদের দক্ষতা বৃদ্ধি করে পাঠানো হচ্ছে। ফলে তারা চাকরির নিশ্চায়তা ও ভালো বেতন পেয়ে বিদেশে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রবসি কল্যাণ ব্যাংক তাদের জন্য ভূমিকা পালন করে এবং এই ব্যাংক শাখাটি সচ্ছতা নিয়ে কাজ করার পরামর্শ দেন।
বাধন রায়/ইবিটাইমস