হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের বাহুবলে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
শনিবার বিকাল ৬ টায় ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তৎক্ষনাৎ আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এবিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদেরকে হাসপাতালে প্রেরণ করেছি। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।
হবিগঞ্জ/ইবিটাইমস