ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ট্রাক ভর্তি লোহার কাঁচামাল ছিনতাই কালে স্থানীয়রা ৩ জনকে আটক করেছেন।
রবিবার (১৫ মে)সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেট কার সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেলার পৌর সভার কুমারখালী এলাকার মৃত আনোয়ার শিকদারের ছেলে শাহেদ শিকদার (৩২), তার সহযোগী পৌর সভার পালপাড়া এলাকার সেলিম কাজীর ছেলে কাইয়ুক কাজী (২৮) ও প্রআেিভট কারের চালক জেলার সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সোহেল শেখ (৩০)।
থানা পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা গেছে, ওই সময় স্থানীয়রা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ ১২-৫৩৬৯) করে মানিক মোল্লা (২৩)
নামের এক যুবককে মুখ বাঁধা অবস্থায় নিয়ে যেতে দেখেন। পরে স্থানীয়া ওই প্রাইভেট কারটি আটক করে থানা পুলিশকে খবর দেন। এ সময় ওই প্রাইভেট কারে থাকা ৩ ছিনতাইকারী আটক ও লোহার কাঁচামাল বহন করা ট্রাকটি হেলপার মানিককে উদ্ধার করা হয়। হেলপার মানিক পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের মোয়াজ্জেম মোল্লার ছেলে। পুলিশ কাঁচা মাল বোঝাই ট্রাকটি উদ্ধার করেছেন।
থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০৪৬৫১) ভর্তি লোহার কাঁচা মাল বরিশালের বানারিপাড়া থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারিরা ওই ট্রাকের ড্রাইভারকে জিম্মি করে ও হেলপারকে মুখ বেধে অপহরন করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাইভেট কার সহ ছিনতাইকারীদের আটক করেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস