ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে গনধর্ষনের শিকার হয়ে রিতা ঘরামী (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সজল মোল্লা (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত সজল মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
রবিবার (১৫ মে) ভোর রাতে তাকে বানারজোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার (১৪ মে) সকালে ওই গৃহবধুর মরদেহ উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামের স্বামী সুনিল মন্ডলের বাড়ির পিছনের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গ্রেফতারকৃত সজল মোল্লা সহ ৩ জনের নাম উল্লেখ করে ও আরো ২ জনকে অজ্ঞাত করে গন ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।
থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই গৃহবধু বিভিন্ন সময় কেনা-কাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া যাওয়ার পথে উপজেলার
মালিখালী ইউনিয়নের ততুবাড়ি গ্রামের আ: জলিলের পুত্র মো. জিসান (২৭) তাকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এতে তিনি রাজি না হলে গত শুক্রবার (১৩ মে) বিকালে কোটালিপাড়া গেলে ওই জিসান তাকে মোটর সাইকেলে করে জোর করে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫ জনে তাকে গন ধর্ষন করে। পরে কোটালিপাড়ার লিংক রোড এলাকায় ফেলে রেখে যায়। এতে ক্ষোভে ও লোক লজ্জায় তিনি আত্ম হত্যা করেন।
থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষিতা ওই গৃহবধুকে গন ধর্ষনের অভিযোগে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় মামলা
দায়ের করেছেন। এ ঘটানার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস