গণমানুষের নন্দিত জননেতা আলহাজ্ব এনায়েত কবীর পাটোয়ারীর আজ ৩য় মৃত্যু বার্ষিকী, স্মৃতিতে তিনি আজও অম্লান

নিউজ ডেস্কঃ আলহাজ্ব এনায়েত কবীর পাটোয়ারী লালমোহনের এক কিংবদন্তীর নাম। আজ ১৪ মে তার মৃত্যু বার্ষিকী। স্মৃতির পাতায় তিনি আজও অম্লান।

এনায়েত কবীর পাটোয়ারী ছিলেন, লালমোহন পৌরসভার প্রাক্তন মেয়র এবং বি এন পির সভাপতি। তিনি ১৯৯৩ইং থেকে ২০১০ইং পর্যন্ত মেয়র পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাঙ্গালী সমাজ বিনির্মাণের মহা সৈনিক, মুক্তমনা মানুষ, নিঃস্বার্থ সমাজ সেবক এবং জনগনের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত ব্যক্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বৎসর।

তার বাবা মরহুম এ আর এম এছহাক মিয়া ছিলেন উপজেলার ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তবে তিনি সিও রেভিনিউ হিসেবেই বেশী পরিচিত ছিলেন।

মরহুম এ আর এম এছহাক মিয়ার ২ ছেলে এবং ৫ মেয়ের মধ্যে কবীর পাটোয়ারী ছিলেন সবার বড়। ছোট ছেলে সোহেল শাহিন লালমোহন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি।

এনায়েত কবীর পাটোয়ারীর একমাত্র ছেলে বাহালুল কবির সাকিল।

আলহাজ্ব এনায়েত কবীর সাহবের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ইউরো বাংলা টাইমস পরিবারের  পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।

নি ডে /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »