পিরোজপুরে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পিরোজপুরে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (০১মে) দুপুরে  জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ের সামনে দৈনিক গ্রামের সমাজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মসিউর রহমান মহারাজ-এর  ব্যাক্তিগত  উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করেন।

বিতরণে পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: তামিম সরদার, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম হাসান, সাপ্তাহিক বলেশ্বরের নির্বাহী সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, দৈনিক গ্রামের সমাজ পত্রিকার মফস্বল সম্পাদক মো: আবীর হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

দৈনিক গ্রামের সমাজ পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম হাসান জানান, আলহাজ্ব মসিউর রহমান মহারাজ প্রতি বছরই  অসহায় ও দু:স্থদের কথা  চিন্তা করে নিজের অর্থায়নে এ ঈদ উপহারের ব্যবস্থা করে। এরই ধারাবাহিকতায় ঈদের আগে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র উপহার হিসেবে দিয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »