ভিয়েনা ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সততার নজির স্থাপন করলেন ইজিবাইক চালক আনোয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১০ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ভূল করে ইজিবাইকে রেখে যাওয়া যাত্রীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে থানায় হাজির হলেন শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের ভ্যান চালক আনোয়ার হোসেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার রুপালি ব্যাংক এলাকায়।

জানা যায়, উপজেলার ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদার কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম শৈলকুপা রুপালি ব্যাংক শাখা থেকে ১ লক্ষ ৮৭ হাজার টাকা উত্তোলন করে। পরে সেইখান থেকে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করে ব্যাগভর্তি বাকি টাকা নিয়ে ইজিবাইকে উঠে ব্যাগ রেখে ভুলক্রমে নেমে পড়ে। পরে টাকার কথা মনে পড়লে ইজিবাইক চালককে খুজতে থাকে। উপায়ন্ত না পেয়ে শৈলকুপা থানায় জিডি করতে যায়।

এরই মধ্যে ইজিবাইক চালক বাড়িতে পৌছালে গাড়িতে থাকা ব্যাগটি তার স্ত্রীর নজরে আসে। তখনও ইজিবাইক চালক আনোয়ার হোসেন জানেনা তার গাড়িতে রাখা ব্যাগে এতগুলো টাকা আছে। পরে তার স্ত্রীর কথা শুনে ব্যাগ খুলে ভিজিটিং কার্ড ও কাগজপত্র দেখে শৈলকুপার মালিপাড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করে ব্যাগভর্তি টাকা রেখে আসে।

ইতিমধ্যে ঘটনাটি শৈলকুপা থানা পুলিশ জানতে পারে মালিপাড়া মাদ্রাসায় হারিয়ে যাওয়া টাকা জমা রাখা হয়েছে। তখন উভয় পক্ষকে থানায় ডেকে প্রকৃত মালিককে তার টাকা বুঝিয়ে দেয়া হয়।

এব্যাপারে আশরাফুল ইসলাম জানান, ইজিবাইক চালকের সততার কারণে হারিয়ে যাওয়া টাকাগুলো ফেরত পেয়েছি। খুশি হয়ে তাকে ৫হাজার টাকা দিতে গেলে তিনি বিনয়ের সাথে ফেরত দিয়ে বলেছেন টাকাগুলো মালিকের হাতে ফেরত দিতে পেরেছি এটাই আমার প্রাপ্তি।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, টাকা হারিয়ে থানায় জিডি করতে আসে আশরাফুল নামে এক ব্যক্তি। পরে খবর পায় টাকাগুলো মাদ্রাসায় ইজিবাইক চালক গচ্ছিত রেখেছে। পরে সেখান থেকে টাকা নিয়ে উভয়পক্ষকে থানায় এনে প্রকৃত মালিককে টাকা ফেরত দেয়া হয়। ইজিবাইক চালকের এমন সততা দেখে তাকে পুরস্কৃত করা হয়েছে।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সততার নজির স্থাপন করলেন ইজিবাইক চালক আনোয়ার

আপডেটের সময় ০৪:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ ভূল করে ইজিবাইকে রেখে যাওয়া যাত্রীর ১ লাখ ৭৭ হাজার টাকা ফেরত দিতে থানায় হাজির হলেন শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের ভ্যান চালক আনোয়ার হোসেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার রুপালি ব্যাংক এলাকায়।

জানা যায়, উপজেলার ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার শিকদার কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম শৈলকুপা রুপালি ব্যাংক শাখা থেকে ১ লক্ষ ৮৭ হাজার টাকা উত্তোলন করে। পরে সেইখান থেকে ১০ হাজার টাকা দেনা পরিশোধ করে ব্যাগভর্তি বাকি টাকা নিয়ে ইজিবাইকে উঠে ব্যাগ রেখে ভুলক্রমে নেমে পড়ে। পরে টাকার কথা মনে পড়লে ইজিবাইক চালককে খুজতে থাকে। উপায়ন্ত না পেয়ে শৈলকুপা থানায় জিডি করতে যায়।

এরই মধ্যে ইজিবাইক চালক বাড়িতে পৌছালে গাড়িতে থাকা ব্যাগটি তার স্ত্রীর নজরে আসে। তখনও ইজিবাইক চালক আনোয়ার হোসেন জানেনা তার গাড়িতে রাখা ব্যাগে এতগুলো টাকা আছে। পরে তার স্ত্রীর কথা শুনে ব্যাগ খুলে ভিজিটিং কার্ড ও কাগজপত্র দেখে শৈলকুপার মালিপাড়া মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করে ব্যাগভর্তি টাকা রেখে আসে।

ইতিমধ্যে ঘটনাটি শৈলকুপা থানা পুলিশ জানতে পারে মালিপাড়া মাদ্রাসায় হারিয়ে যাওয়া টাকা জমা রাখা হয়েছে। তখন উভয় পক্ষকে থানায় ডেকে প্রকৃত মালিককে তার টাকা বুঝিয়ে দেয়া হয়।

এব্যাপারে আশরাফুল ইসলাম জানান, ইজিবাইক চালকের সততার কারণে হারিয়ে যাওয়া টাকাগুলো ফেরত পেয়েছি। খুশি হয়ে তাকে ৫হাজার টাকা দিতে গেলে তিনি বিনয়ের সাথে ফেরত দিয়ে বলেছেন টাকাগুলো মালিকের হাতে ফেরত দিতে পেরেছি এটাই আমার প্রাপ্তি।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, টাকা হারিয়ে থানায় জিডি করতে আসে আশরাফুল নামে এক ব্যক্তি। পরে খবর পায় টাকাগুলো মাদ্রাসায় ইজিবাইক চালক গচ্ছিত রেখেছে। পরে সেখান থেকে টাকা নিয়ে উভয়পক্ষকে থানায় এনে প্রকৃত মালিককে টাকা ফেরত দেয়া হয়। ইজিবাইক চালকের এমন সততা দেখে তাকে পুরস্কৃত করা হয়েছে।

ঝিনাইদহ/ইবিটাইমস