ঢাকা: ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে টিকেট বিক্রি কার্যক্রম শুরু করে রেলওয়ে। আগামী ২৭ এপ্রিল ঈদযাত্রার জন্য আজ টিকেট দেওয়া হচ্ছে।
যাত্রীদের চাপ সামাল দিতে এবার রুট অনুযায়ী পাঁচটি স্টেশন থেকে টিকেট দেওয়া হচ্ছে। সেগুলো হলো—কমলাপুর, বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট, তেঁজগাও ও ফুলবাড়িয়া পুরাতন রেলভবন।
এরই মধ্যে কমলাপুরে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী ট্রেনের টিকেট নিতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। টিকেট নিতে অনেকেই আগের দিন মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন। এবারই প্রথম প্রত্যেক আসনের বিপরীতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের ফটোকপি দিতে হচ্ছে। তবে, ফটোকপি যাচাই-বাছাই করতে গিয়ে টিকেট বিক্রি প্রক্রিয়ায় ধীরগতির অভিযোগ যাত্রীদের।
শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা লাইন কমতে শুরু করেছে। আজ আগামী ২৭ তারিখের ট্রেনের টিকেট বিক্রি করা হচ্ছে। যেহেতু ২৭ তারিখ অফিস খোলা, তাই ওইদিনের টিকেটের চাহিদা তুলনামূলক কম।
ঢাকা/ইবিটাইমস/এমএন