পবিত্র মাহে রমজান মানুষকে নিয়মাবর্তিতা,সহনশীলতা,ধৈর্য্য ও ত্যাগে শিক্ষা দেয় – আমু-এমপি

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু(এমপি) বলেছেন,বিশ্বে করোনা পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো আছি। বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ তাদের দোয়া এবং সরকারের দ্রুত সুরক্ষা টিকা প্রদানের মধ্য দিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দু বছর পর পুনঃরায় আপনাদের আমি ফিরে আসতে পেরে আল্লাহর কাছে শোকর আদায় করছি। পবিত্র মাহে রমজান মানুষকে নিয়মাবর্তিতা, সহনশীলতা, ধৈর্য্য ও ত্যাগে শিক্ষা দেয় । আমাদের এই গুনাবলি ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে।

তিনি বৃহস্পতিবার ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত মাহে রমজানের ইফতার ও দেয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সদরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ওয়াহেদ খান ও শহর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »