ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি মুজিবর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত হয়েছে নারী ও শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সার্ভিস ডেস্ক এর আওতায় এই ব্যক্তিদের বিশেষ সহায়তা প্রদানের জন্য সরকার এই হেল্পডেস্ক চালু করেছে। সুবিধা বঞ্চিত এই শ্রেণিভুক্ত গৃহহিনদের গৃহ নির্মান কার্যক্রম পরিচালনা করছে পুলিশ বিভাগ। পুলিশ বিভাগের কার্যক্রম সেবামুখি করার জন্যই এই উদ্যোগ।
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের গৃহকর্মী মনোয়ারা বেগমকে(৫০) আড়াই লক্ষ টাকা ব্যায়ে গৃহনির্মাণ করে দেয়া হয়েছে।
একই গ্রামে টি এম জহিরুল ইসলাম ৩০ শতাংশ ভিটা জমি এই গৃহ নির্মানের জন্য দান করেছে এবং মনোয়ারা বেগমের নামে দলিল করে দেয়া হয়েছে। সদর থানার পুলিশ বিভাগ মনোয়ারা বেগমের গৃহ নির্মানের ক্ষেত্রে অর্থ ও প্রসাঙ্গীক জমি জমা বিষয় তদারকি করেছে। মনোয়ারা বেগম নবগ্রাম গ্রামের মৃত জয়নাল হাওলাদারের স্ত্রী।
বাধন রায়/ ইবিটাইমস