
ঝালকাঠিতে সূর্য্যমূখি চাষের উপর মাঠদিবস ও কারিগরি সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে তৈল জাতীয় ফসল হিসেবে সরিষার পাশা-পাশি সূর্য্যমূখী চাষের আবাদ সম্প্রসারিত হচ্ছে। ঝালকাঠি সদর উপজেলায় ধারাখানা গ্রামে হায়দার মাঝিসহ একাধিক কৃষক এই গ্রামের ৫বিঘা জমিতে সূর্য্যমূখির আবাদ করেছে। সূর্য্যমূখি চাষাবাদে কৃষকরা ভালো ফলন পাবেন আশা করছে। তবে, এই জাতীয় সূর্য্যমূখি চাষের ক্ষেত্রে বড় বাধা ও হুমকী টিয়া পাখির আক্রমন। কৃষকরা জানান, বিকাল থেকে…