
সমগ্র অস্ট্রিয়া অব্যাহত করোনার অতি ঝুঁকিপূর্ণ ঘন লাল জোনে
বর্তমানে অস্ট্রিয়ায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BA.2 এর ব্যাপক প্রাদুর্ভাব, রাজধানী ভিয়েনায় গত এক সপ্তাহে বৃদ্ধির পরিমাণ শতকরা ১৮ শতাংশ ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক করোনা পরিস্থিতির পর্যালোচনা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে এই সপ্তাহেও করোনা ট্রাফিক লাইট কমিশন সমগ্র অস্ট্রিয়াকে অব্যাহত…