
অস্ট্রিয়ায় ফেব্রুয়ারী মাসের শুরুতেই বেকারত্ব কিছুটা বেড়ে ৪ লাখের উপরে পৌঁছেছে
জানুয়ারির শেষে,অস্ট্রিয়ায় ৪,০৪,৯৪৩ জনের কাজ না থাকায় শ্রমমন্ত্রণালয়ে বেকার হিসাবে নিবন্ধিত হয়েছেন এবং বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার শ্রমমন্ত্রী মার্টিন কোচার(ÖVP) আজ রাজধানী ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। শ্রমমন্ত্রী মার্টিন কোচারের মতে, বেকারত্বের এই সংখ্যা এই শীতকালীন সময়ে এমনটাই হয়ে থাকে। এই সময় অনেক কনস্ট্রাকশন ফার্ম বন্ধ থাকে বলে বেকারত্বের সংখ্যা…