
অস্ট্রিয়ায় রেকর্ড সংখ্যক সংক্রামিতের দিনে আজ টিকাবিহীন জন্য লকডাউন শেষ ঘোষণা
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) আগামী সোমবার ৩১ জানুয়ারি থেকে দেশে টিকাবিহীনদের জন্য লকডাউন শেষ ঘোষণা করেছেন। ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছেন,আজ মন্ত্রী পরিষদের এক বৈঠকের পর চ্যান্সেলর নেহামার ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। এই সময় সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন(Greens)। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে অস্ট্রিয়ায় মহামারী…