
ভিয়েনায় হাজার হাজার মানুষের করোনার প্রতিষেধক টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ
আগামী ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ান সরকারের পরিকল্পিত বাধ্যতামূলক টিকা দেওয়ার প্রতিবাদে আজ শনিবার ভিয়েনার কেন্দ্রস্থলে হাজার হাজার বিরোধীরা জড়ো হয়েছিল। ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার জাতীয় সংসদের বিরোধীদল ফ্রিডম পার্টি অস্ট্রিয়ার (FPÖ) এর সরাসরি উদ্দ্যোগে আজ শনিবার রাজধানী ভিয়েনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। FPÖ এর চেয়ারম্যান হার্বার্ট কিকল পরিকল্পিত বাধ্যতামূলক টিকাদানের কর্মসূচির তীব্র…