
অস্ট্রিয়ায় আগামী সপ্তাহ থেকে খুচরা দোকানীরা গ্রাহকদের করোনার ২ জি নিয়ন্ত্রণ করবে
জার্মানির অনুসরণে বিভিন্ন দোকানপাট বা সুপারমার্কেট তাদের গ্রাহকদের প্রথমবার পরীক্ষা করে একটি লালফিতা দিতে পারে যাতে আর বার বার নিয়ন্ত্রণ করতে না হয় ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সরকারের নতুন নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহ থেকে বিভিন্ন দোকানপাটে ক্যাশের সামনে এবং প্রবেশ ধারে করোনার ২জি নিয়ম নিয়ন্ত্রণ করা হবে।বর্তমানে জার্মানিতে দোকানপাটে ক্যাশের সামনে করোনার ২জি নিয়ন্ত্রণ করা হয়।…