
অস্ট্রিয়ায় আজ করোনার দৈনিক সংক্রমণ গত মার্চ মাসের পর সর্বোচ্চ ৩,৭২৭ জন
১লা নভেম্বর থেকে অস্ট্রিয়ায় কর্মস্থলে করোনার ৩জি (3G) নিয়ম বাধ্যতামূলক! যাদের সনদ থাকবে না তাদের জন্য সম্পূর্ণ সময় এফএফপি২ মাস্ক পড়া বাধ্যতামূলক ইউরোপ ডেস্কঃ আজ অস্ট্রিয়ার স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যৌথ নিয়মিত করোনার ব্রিফিংয়ে চোখ কপালে উঠার মত তথ্য জানানো হয়েছে।গত মার্চ মাসের পর আজ অস্ট্রিয়ায় করোনার দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৩,৭২৭ জন শনাক্ত করা হয়েছে। আজ…