
অস্ট্রিয়ায় নতুন সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর শপথ গ্রহণ
সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগ সত্ত্বেও আগামীকাল সংসদের বিশেষ অধিবেশনে সরকারের উপর নিন্দা ও অনাস্থা আনতে প্রস্ততি নিয়েছে বিরোধীদল ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ সহ সকল জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন আজ অস্ট্রিয়ার রাস্ট্রপতি ভবন হোফবুর্গে অস্ট্রিয়ার ফেডারেল রাস্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন নতুন সরকার প্রধান হিসাবে আলেকজান্ডার শ্যালেনবার্গকে শপথ পাঠ করান এবং সরকার প্রধান হিসাবে নিয়োগ…