স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর্সেনালের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন চেলসি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক। নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।
২২ বছর বয়সী ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হন বুধবার। তাই তাকে দেখা যায়নি স্ট্যামফোর্ড ব্রিজে দর্শকদের উপস্থিতিতে উন্মুক্ত অনুশীলনে। যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পুলিসিককে এখন কমপক্ষে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে।
ইনস্টাগ্রামে পুলিসিক জানিয়েছেন, “দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহের শুরুতে আমি কোভিড -১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। সৌভাগ্যক্রমে আমি সম্পূর্ণরূপে টিকা নিয়েছি এবং এখন পর্যন্ত আমার কোন উপসর্গ নেই। মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে পারছি না। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।”
এদিকে, আইসোলেশনের নিয়মের কারণে আগামী মাসে বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের হয়ে পুলিসিকের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোল করেছিলেন পুলিসিক।
ডেস্ক/ইবিটাইম/আরএন