২০২২ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে  বলা হয়েছে, প্রিন্সের সাথে ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্স। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নিয়োগ দেয়া হয়েছিলো তাকে। জিম্বাবুয়ের সফরে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুন্যে সন্তুস্ট বোর্ড। তাই আগামী বছর পর্যন্ত প্রিন্সের সাথে চুক্তি করলো বোর্ড। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলের সাথে দেখা যাবে প্রিন্সকে।

খেলোয়াড়ি জীবনে ২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টুয়েন্টি খেলেছেন প্রিন্স।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »