আগষ্ট বাঙ্গালির জন্য অভিশপ্ত মাস: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশের অসহায় মানুষের পাশে থেকে জনগনের সেবা করাই হচ্ছে দেশ প্রেমিক রাজনীতিবিদদের কাজ। তিনি বলেন, আদর্শ যাই হোক না কেন- দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও শ্রমকে কারও অস্বীকার করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (০৫ আগষ্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামলের ৭২ তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজনীতি করতে আমাদের দেশ প্রেমিক ও আত্মত্যাগী হতে হবে। বঙ্গবন্ধু তার জীবদ্দশায় বলতেন, ভোগ-বিলাসের জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে সেটি, নিজের যা কিছু সামর্থ, যা কিছু ভাল তা উৎসর্গ করে দেশের কল্যানে, মানুষের উন্নয়নে নিবেদিত করা।

এসময়  মন্ত্রী শহীদ শেখ কামালের জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, আগষ্ট মাস বাঙ্গালী জাতির জন্য একটি অভিশাপের মাস। এ মাস এলে এদেশের মানুষ আজও কেঁপে উঠে। পাকিস্তানের পরাজিতরা ১৫ আগষ্টের মাধ্যমে জাতিকে কলঙ্কিত করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, পূজা উদযাপন পরিষদের সম্পাদক গোপাল বসু প্রমুখ।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »