পটুয়াখালী প্রতিনিধিঃ ওমান প্রবাসী বাংলাদেশী আহমেদ রাসেল একাধারে একজন তরুন উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার এবং মিউজিশিয়ান । সম্প্রতি তিনি “ Rm entertainment ” নামের একটি রেকর্ড লেভেল প্রতিষ্ঠা করেন। Rm entertainment থেকে প্রকাশ পাওয়া প্রথম গান “Jeyona tumi chole ” সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে।
ডিজিটাল মার্কেটার এবং মিউজিশিয়ান আহমেদ রাসেল উদ্যোক্তা হিসেবে সফলতার গল্প যে কাইকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, সফল হওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য নিয়ে কাজে লেগে থাকতে হয়। একইসঙ্গে বর্তমানে কঠোর পরিশ্রমের পাশাপাশি দরকার প্রযুক্তিগত দক্ষতা।
আহমেদ রাসেল ইউরোবাংলাটাইমস প্রতিনিধিকে জানান, বর্তমানে তিনি অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই কাজ করছেন। তিনি মরুভূমির দেশ ওমানে একটি কন্সট্রাকশন কোম্পানি ( Abdullah Bin salim bin Khalfan Al Risi Trad) পরিচালনা করছেন। পাশাপাশি অনলাইনে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। আর মিউজিক করেন সখের বসে। তবে, নিজেকে মিউজিক্যাল প্লাটফর্ম থেকে একজন ভেরিফাইড মিউজিসিয়ান হিসেবেই পরিচিত বলেই দাবি তার।
ডিজিটাল মার্কেটিংয়ে কেন ও কিভাবে আসা- সে সম্পর্কে রাসেল বলেন, আমি মূলত ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে ছোট বেলা থেকেই কাজ করছি। ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি, কনটেন্ট প্ল্যানিং অ্যান্ড মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ফানেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই-মেইল ক্যাম্পেইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, লীড জেনারেশন, কনভার্সন ফানেল, ন্যাটিভ অ্যাডস সহ আরও কিছু গুরুত্বপূর্ণ মার্কেটিং স্ট্রাটেজি নিয়ে ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি। নিজের ব্যক্তিগত কিছু সাইট আছে সেগুলোতেও নিয়মিত সময় দিচ্ছেন বলে জানান তিনি।
ডিজিটাল মার্কেটিং নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সর্ম্কেও কথা বলেন এই তরুণ উদ্যোক্তা। জানান, অনেক আগে থেকেই নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেয়ার ইচ্ছের কথা। বর্তমানে সেই লক্ষ্যে কাজও করছেন। “Digital mediahub bd” নামের একটি এজেন্সি তৈরি করেছেন তিনি। তার টিমের অন্য সদস্যদের নিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান-ব্যক্তিকে সেবা দেয়ার কথাও জানান তিনি। বড় পরিসরে কাজ করে Digital mediahub bd কে এগিয়ে যাওয়ার স্বপ্ন তার।
আহমেদ রাসেল জানান, সফলতা একটা আপেক্ষিক বিষয়। বলেন, আমি বিশ্বাস করি সর্বোচ্চ চেষ্টা করে গেলে সবিকুছুতেই লক্ষ্যে পৌছানো সম্ভব।
সালাম আরিফ/ইবিটাইমস/আরএন