ঢাকাঃ চলমান বিধিনিষেধের মেয়াদ আরো পাঁচদিন বাড়িয়ে ১০ আগষ্ট পর্যন্ত করেছে সরকার। সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকের পর এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ আগষ্ট থেকে খুলে দেয়া হবে অফিস আর শপিংমল, চলবে গণপরিবহনও। তবে টিকা নেয়া ছাড়া ১৮ বছরের উর্ধ্বে কেউ বের হতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।
সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী সপ্তাহে দেশে শুরু হবে গণটিকাদান কর্মসূচি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, দেশের ১৪ হাজার কেন্দ্রে টিকা নিতে পারবেন নাগরিকরা।
গণপরিবহন চালু ও দোকানপাট খোলার ক্ষেত্রে টিকা গ্রহণ ছাড়া কিছু শর্ত দেয়া হয়েছে। গণপরিবহন চলবে বাইরোটেশনে। আর এসব বিষয় মনিটরিং করবে স্থানীয় প্রশাসন।
করোনা সংক্রমন রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানানো হয়েছে বৈঠকে।
ঢাকা/ইবিটাইমস/আরএন