১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প ও কল-কারখানা খোলা থাকবে

ঢাকা: আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

এদিকে, ঢাকার বাইরে যেসব শ্রমিক আটকা পড়েছেন, তাদের ৫ আগষ্টের পরে কাজে যোগ দিতে বলেছে বিজিএমইএ।

শিল্পকারখানা খুলে দেয়ায় করোনার সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছেন জাতীয় পরামর্শক কমিটির সভাপদি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »