ভিয়েনা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১৫০ জন যাত্রী নিয়ে Wizz Air এর ভিয়েনায় জরুরী অবতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ১২ সময় দেখুন

ইউরোপ ডেস্কঃ হাঙ্গেরির মালিকাধীন Wizz Air ১৫০ জন যাত্রী নিয়ে ভিয়েনা থেকে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকর উদ্দেশ্যে যাত্রার ৩০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির জন্য পুনরায় ফেরত ঘুরে জরুরী অবতরণ করে। এই সময় ক্ষণিকের জন্য ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। ফায়ার ব্রিগেড সহ সকল রেসকিউ টিমকে প্রস্তুত রাখা হয়েছিল।

এই বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung এর সম্পাদিকা স্যান্ড্রা শাইডার। তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ভিয়েনা থেকে বিমানটি টেক-অফের কিছুক্ষণ পরেই ঘুরতে হয়েছিল। ভিয়েনা থেকে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে হাঙ্গেরির মালিকাধীন স্বল্পমূল্যের এয়ারলাইন উইজ এয়ার(Wizz Air) আইসল্যান্ডের রাজধানী রিকজভিকের উদ্যেশ্যে উড্ডয়নের প্রায় আধঘণ্টা পরে, পাইলট হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কথা জানান এবং ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসার কথা জানিয়ে জরুরী অবতরণ প্রার্থনা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটের ম্যাসেজ পেয়ে বিমানবন্দরের সকল জরুরী সেবা সার্ভিসকে প্রস্তুত করে রাখা হয়েছিল।

সম্পাদিকা স্যান্ড্রা শাইডার জানান, “আমরা আজ সকাল: ৬ টা ১৫ মিনিটে উইজ এয়ার দিয়ে আইসল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করি,বিমানটি যাত্রীদের দ্বারা পুরোপুরি বুক করা ছিল।”বিমানটি আইসল্যান্ডের পূর্বে নরওয়েতে জ্বালানির জন্য অবতরণ ও যাত্রা বিরতির কথা ছিল। অবশ্য সম্পাদিকা স্যান্ড্রা শাইডার নরওয়েতে যাত্রা বিরতির কথাটি জানতেন না বলে জানিয়েছেন।

তিনি আরও জানান,বিমানটি ভিয়েনা থেকে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর পাইলট যাত্রীদের জানান, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আমরা ফেরত ভিয়েনা বিমানবন্দরে জরুরী অবতরণ করতে যাচ্ছি।

বিমানটি অস্ট্রিয়ার NÖ  রাজ্যের আকাশে জ্বালানি তেল পরিত্যাগ করে ভিয়েনায় কোন সমস্যা ছাড়াই জরুরী অবতরণ করতে সক্ষম হয়। তিনি আরও জানান সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। Wizz Air কর্তৃপক্ষ জানিয়েছেন বিকালে আরেকটি বিমানে করে যাত্রীদের পুনরায় আইসল্যান্ডের রিকজভিকে নিয়ে যাওয়া হবে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৫০ জন যাত্রী নিয়ে Wizz Air এর ভিয়েনায় জরুরী অবতরণ

আপডেটের সময় ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

ইউরোপ ডেস্কঃ হাঙ্গেরির মালিকাধীন Wizz Air ১৫০ জন যাত্রী নিয়ে ভিয়েনা থেকে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকর উদ্দেশ্যে যাত্রার ৩০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির জন্য পুনরায় ফেরত ঘুরে জরুরী অবতরণ করে। এই সময় ক্ষণিকের জন্য ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। ফায়ার ব্রিগেড সহ সকল রেসকিউ টিমকে প্রস্তুত রাখা হয়েছিল।

এই বিমানে যাত্রীদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung এর সম্পাদিকা স্যান্ড্রা শাইডার। তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ভিয়েনা থেকে বিমানটি টেক-অফের কিছুক্ষণ পরেই ঘুরতে হয়েছিল। ভিয়েনা থেকে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে হাঙ্গেরির মালিকাধীন স্বল্পমূল্যের এয়ারলাইন উইজ এয়ার(Wizz Air) আইসল্যান্ডের রাজধানী রিকজভিকের উদ্যেশ্যে উড্ডয়নের প্রায় আধঘণ্টা পরে, পাইলট হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কথা জানান এবং ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসার কথা জানিয়ে জরুরী অবতরণ প্রার্থনা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটের ম্যাসেজ পেয়ে বিমানবন্দরের সকল জরুরী সেবা সার্ভিসকে প্রস্তুত করে রাখা হয়েছিল।

সম্পাদিকা স্যান্ড্রা শাইডার জানান, “আমরা আজ সকাল: ৬ টা ১৫ মিনিটে উইজ এয়ার দিয়ে আইসল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাই করি,বিমানটি যাত্রীদের দ্বারা পুরোপুরি বুক করা ছিল।”বিমানটি আইসল্যান্ডের পূর্বে নরওয়েতে জ্বালানির জন্য অবতরণ ও যাত্রা বিরতির কথা ছিল। অবশ্য সম্পাদিকা স্যান্ড্রা শাইডার নরওয়েতে যাত্রা বিরতির কথাটি জানতেন না বলে জানিয়েছেন।

তিনি আরও জানান,বিমানটি ভিয়েনা থেকে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর পাইলট যাত্রীদের জানান, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আমরা ফেরত ভিয়েনা বিমানবন্দরে জরুরী অবতরণ করতে যাচ্ছি।

বিমানটি অস্ট্রিয়ার NÖ  রাজ্যের আকাশে জ্বালানি তেল পরিত্যাগ করে ভিয়েনায় কোন সমস্যা ছাড়াই জরুরী অবতরণ করতে সক্ষম হয়। তিনি আরও জানান সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। Wizz Air কর্তৃপক্ষ জানিয়েছেন বিকালে আরেকটি বিমানে করে যাত্রীদের পুনরায় আইসল্যান্ডের রিকজভিকে নিয়ে যাওয়া হবে।

কবির আহমেদ/ইবিটাইমস