ঢাকা: আওয়ামী লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে র্যাব অভিযানটি পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, তাদের একটি দল আজ রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অভিযোগে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।
এদিকে, তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। অভিযান শেষে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে র্যাব সদর দফতরে।
উল্লেখ্য, আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর। তবে, গত রোববার উপকমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ