অস্ট্রিয়ার Salzburg ও Vorarlberg রাজ্যকে কমলা রঙে চিহ্নিত

দীর্ঘদিন বিরতির পর অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন পুনরায় সক্রিয়

ইউরোপ ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যকে করোনার সংক্রমণের বিস্তারের ঝুঁকি অনুযায়ী বিভিন্ন রঙে রঞ্জিত করেছে। কমিশন আজ ভিয়েনায় তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন।

এই কমিটিতে সরকার প্রধান ও তার অফিস, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়,স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়,দেশের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এবং ৯ টি রাজ্যের প্রতিনিধিরাও রয়েছেন।

 আজকের বৈঠকের পর অস্ট্রিয়ার পশ্চিমের দুই রাজ্য Salzburg Vorarlberg কে করোনার সংক্রমণের ঝুঁকিপূর্ণ “কমলা” জোন ঘোষণা কা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের শর্ত মোতাবেক কোন অঞ্চল,রাজ্য বা দেশে প্রতি এক লাখ জনপদে ৫০ জন বা তার উপরে মানুষ করোনায় আক্রান্ত হয়,তখন সে অঞ্চল করোনার অতি ঝুঁকিপূর্ণ “কমলা” জোনে পড়বে। আর যদি প্রতি এক লাখ জনপদে সংক্রমণ ১০০ জনের উপরে হয়,তাহলে করোনার সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ “লাল জোনে” পড়বে। আর যদি করোনার সংক্রমণ প্রতি এক লাখ জনপদে ২৫ বা তার উপরে থাকে তখন সে অঞ্চল করোনার কিছুটা কম ঝুঁকিপূর্ণ “হলুদ”জোন বলে ঘোষিত হবে। আর প্রতি এক লাখ জনপদে করোনার সংক্রমণ ২৫ জনের কম হলে সে অঞ্চল,রাজ্য বা দেশ করোনার সবুজ জোনে থাকবে।

 অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আজ বৃহস্পতিবার কমিশন দেশের আরও কয়েকটি রাজ্যকে সবুজ থেকে হলুদে স্থানান্তরিত করেছে। হলুদের মধ্যে রাজধানী ভিয়েনা ছাড়াও এখন OÖ, Kärnten Tirol রাজ্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।বর্তমানে NÖ, Burgenland Steiermark রাজ্য সবুজ-হলুদ মিলে থাকায় এই সপ্তাহে করোনার সবুজ জোনেই থাকছে।

 আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫০৩ জন। তবে আজ কেহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নি। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে রাজ্যে ৯১ জন, রাজ্যে ৮৫ জন, Steiermark রাজ্যে ৬৭ জন, Tirol রাজ্যে ৩৮ জন, Salzburg রাজ্যে ৩২ জন, Kärnten রাজ্যে ২৪ জন, Burgenland রাজ্যে ১৭ জন এবং Vorarlberg রাজ্যে ১২ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

 স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৫৩,৩৮৬ ডোজ। এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ৯৫,৫৩,৭৫৩ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ৪৪ লাখ ৭৯ হাজার ৫৪৩ জন করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। যা দেশের জনসংখ্যার শতকরা ৫০,২ শতাংশ।

 অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ,৫৮,০০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০,৭৩৭ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৬,৪২,২২৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫,০৩৮ জন। এর মধ্যে আইসিইউত আছেন ৪০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »