স্পোর্টস ডেস্কঃ স্পেনের রাজকীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ গতকাল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আলাবার করোনা পজিটিভ শনাক্ত নিশ্চিত করেছে ।
রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন, ২৯ বছর বয়স্ক রিয়াল মাদ্রিদের ৪ নম্বর জার্সি পরিহিত রক্ষণভাগের নতুন খেলোয়াড় করোনার হালকা উপসর্গ সহ করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন। উল্লেখ্য আলাবা অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
আলাবা জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে সবেমাত্র রিয়াল মাদ্রিদে খেলতে এসেছেন। আলাবাকে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপন করেছেন। আলাবার জন্ম ১৯৯২ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। আলাবা বর্তমানে রিয়াল মাদ্রিদ ক্লাবের আবাসিক বাসস্থানেই আইসোলেশনে আছেন।
স্পেনের সংবাদ মাধ্যম জানিয়েছেন,রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের খেলোয়াড় ফ্রান্সের করিম বেনজেমার করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আর এখন হলেন নতুন খেলোয়াড় ডেভিড আলাবা। আলাবা এখনও রিয়াল মাদ্রিদের পক্ষে কোন খেলা খেলেনি। আলাবা সপ্তাহ খানেক যাবৎ রিয়াল মাদ্রিদে অনুশীলনে অংশগ্রহণ করেছেন। স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন অনলাইন পোর্টাল লিখেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেওয়ার আগেই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ডেভিড আলাবা।
ফ্রি এজেন্ট হিসেবে এই মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার। কোভিড পজিটিভ হওয়ায় এসি মিলানের বিপক্ষে ক্লাবের আসন্ন প্রীতি ম্যাচে শঙ্কায় আলাবা। আগামী ৮ আগস্ট ইতালিয়ান জায়ান্টদের মুখোমুখি হবে স্পেনের রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা তাদের ওয়েবসাইটে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে আমাদের খেলোয়াড় ডেভিড আলাবা কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছে।’
স্পেনে কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী এখন ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন আলাবা। মিলানের বিপক্ষে ম্যাচের একদিন আগে তার করোনা পরীক্ষা হবে। নেগেটিভ ফল এলে খেলতে পারবেন তিনি। আগামী ১৪ আগস্ট আলাভেসের মাঠে রিয়ালের লা লিগা মৌসুম শুরু হবে। এর আগে আলাবার করোনা হওয়ায় তার ফিটনেস নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচ কার্লো আনচেলত্তির কপালে।
এদিকে অস্ট্রিয়ার সকল সংবাদ মাধ্যম আলাবার করোনার ভাইরাসের কোভিড-১৯ আক্রান্তের খবরও ফলাও করে প্রচার করেছে। অস্ট্রিয়া সবেমাত্র নতুন আইন করেছে যে,স্পেন নেদারল্যান্ডস ও সাইপ্রাস থেকে আগতদের বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছেন।
কবির আহমেদ/ইবিটাইমস