পটুয়াখালীতে করোনায় একদিনে রেকর্ড নতুন শনাক্ত ১৬৮

সালাম আরিফ, পটুয়াখালী: পটুয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘন্টায় ৫১১ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকরা হার ৩২.৮৭ ভাগ। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৫০। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৯৯ জন। মৃত্যু হয়েছে ৭৬ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১০ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১১৬৪ জন।

মঙ্গলবার রাতে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কিংবা স্বাস্থ্য বিধি মানার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে না।

অন্যদিকে, চলমান কঠোর লকডাউনে রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি কিছুটা কমেছে। বৃষ্টির কারণে বুধবার শহরের সড়কে মানুষের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

পটুয়াখালীর সিভিল সার্জন মোঃ জাহাংগীর আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা যাতে ভাইরাসে আক্রান্ত না হই সে বিষয়ে আমাদের সচেতন হওয়াটা জরুরী।’

পটুয়াখালী/ইবিটাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »