
গ্রীষ্মকালীন বিশ্ব অলিম্পিকে অস্ট্রিয়ার তৃতীয় পদক লাভ
ইউরোপ ডেস্কঃ আজ টোকিওতে বিশ্ব অলিম্পিকের ৭০ কেজি গ্রুপের জুডোতে অস্ট্রিয়ার ২৪ বছর বয়স্কা পোলারেস দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পান। আজ জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত মহিলাদের ৭০ কেজি গ্রুপের জুডোর ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক লাভ করেছেন অস্ট্রিয়ার ২৪ বছর বয়স্কা মিখায়েলা পোলারেস। তিনি আজ ফাইনালে জাপানি মহিলা খেলোয়াড় চিজুরুর কাছে…